হুগলি, ২৮ ডিসেম্বর:- হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা এবার এক অভিনব উদ্যোগের সাক্ষী হলো। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তার বিধানসভার অন্তর্গত পৌরসভা ও পাঁচটি পঞ্চায়েতের অংশগ্রহণে আয়োজিত হলো এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে পাঁচটি বিভাগে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিধায়কের মতে, প্রাথমিকভাবে ১৭০০ প্রতিযোগীর জন্য ফর্ম বিতরণ করা হয়েছিল, কিন্তু প্রতিযোগিতার প্রতি মানুষের বিপুল আগ্রহের কারণে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যায়। আয়োজকদের মতে, এমন উদ্যোগ চুঁচুড়া তো বটেই, হুগলি জেলাতেও আগে দেখা যায়নি। প্রতিযোগিতার আকর্ষণীয় দিক দু’ঘণ্টা ব্যাপী এই অঙ্কন প্রতিযোগিতা পাঁচটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের উৎসাহ ও অংশগ্রহণ অভিভাবকদের মধ্যেও বিপুল উদ্দীপনার সৃষ্টি করে।
ছোটদের সঙ্গে মিশে গিয়ে বিধায়ক অসিত মজুমদার নিজেকে একজন অভিভাবকের ভূমিকায় তুলে ধরেন। প্রতিযোগিতা চলাকালীন তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সময় কাটান এবং তাদের উৎসাহ দেন। প্রত্যেক বিভাগে সেরা দশজনকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতার নিরপেক্ষতা বজায় রাখতে আটজন প্রখ্যাত শিল্পীকে বিচারকের আসনে বসানো হয়। প্রতিযোগিতা শেষে সেইদিনই ফলাফল প্রকাশ করার ব্যবস্থাও করা হয়েছে। বিধায়ক অসিত মজুমদার জানান, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার বিধানসভার প্রতিভাবানদের একত্রিত করার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতার ফলেই এই উদ্যোগ সফল হয়েছে।” এত বড় মাপের একটি অঙ্কন প্রতিযোগিতা আগে কখনো এই জেলায় হয়নি। এই আয়োজন শুধু প্রতিযোগীদেরই নয়, বরং সমগ্র এলাকাবাসীর মনে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।