হাওড়া, ২৩ ডিসেম্বর:- সোমবার সন্ধ্যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, জেলাশাসক ডাঃ পী দিপাপপ্রিয়া, নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, কার্নিভাল কমিটির চেয়ারম্যান ও অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
এবারের কার্নিভালে ৭৩টি স্টল থাকছে। প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। খাবারের স্টলও থাকছে। ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে চালু হওয়া এই ক্রিসমাস কার্নিভাল চলবে আগামী ১ জানুয়ারি’২৫ পর্যন্ত। এদিন উদ্বোধনের প্রথম দিনই কার্নিভালে মানুষের ভিড় উপচে পড়ে।