এই মুহূর্তে জেলা

পাণ্ডুয়ায় ট্রাক্টর উল্টে মৃত তিন।

হুগলি, ১৯ ডিসেম্বর:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসে ছিলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাস্কে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে।পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের। মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎ ই উল্টে যায় ট্রাক্টরট্রি। ট্রাক চালাচ্ছিলেন অঞ্জন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। চালক সহ তিনজনেই ট্রাকের নিচে চাপা পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। মৃত তিনজনের দেহ থানায় নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন, পীড়া গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল মাঠে, মুলগ্রামের ব্রিজ হয়ে নামাজ সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে যায় তিনজন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনা শোকের ছায়া নেমে আসে এলাকায়।