এই মুহূর্তে জেলা

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরালো হাওড়ার গোয়েন্দা বিভাগ, খুশি ফিরে পাওয়া মালিকরা।

হাওড়া, ১৩ ডিসেম্বর:- হাওড়া সিটি পুলিশের “ফিরে পাওয়া” প্রকল্পে গোয়েন্দা বিভাগের উদ্যোগে ১১২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো আসল মালিকদের হাতে। গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে গিয়েছিল এইসব মোবাইল ফোন। উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন দুপুরে হাওড়ার ডিডি অফিস চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার, ডিসি হেড কোয়ার্টার শ্যামল সামন্ত, এসিপি ডিডি মৌমিতা দাস (ঘোষ), ওসি সাইবার ক্রাইম প্রসেনজিৎ কাপরি সহ অন্যান্য আধিকারিকরা। মূলত রাস্তায় বেরিয়ে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা আকচারই ঘটে থাকে। এইসব ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো পুলিশের তরফ থেকে এদিন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।