এই মুহূর্তে জেলা

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হুগলি।

হুগলি, ১১ ডিসেম্বর:- ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জেলা হুগলি।সকাল আটটাতেও দৃশ্যমানতা কম। হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি।ঠান্ডার আমেজ সকাল থেকে কোথাও আগুন পোহানো কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নেওয়া। কোন্নগর থেকে চন্দননগর, রিষড়া থেকে চুঁচুড়া ছবিটা একই। গতকাল রোদ ছিল আজ কুয়াশা ঘিরেছে পথ ঘাট।

চন্দননগর স্ট্যান্ডে প্রাতঃভ্রমণ, কুয়াশার চাদরে ঢাকা মাঠে শরীর চর্চা চলছে। কুয়াশার হাত ধরেই তাপমাত্রার পাদর নামছে। আজ জেলার তাপমাত্রা সর্বোচ্চ ২৪ সর্বনিম্ন ১৪ ডিগ্রী।