এই মুহূর্তে জেলা

মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হুগলিতে।

হুগলি, ৭ ডিসেম্বর:- শনিবার, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হল চুঁচুড়ায় হুগলি জেলাশাসক দফতরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলার চার মহকুমাশাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলি সম্পর্কে সকলকে অবগত করানো হয়। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ রুখতে আলোচনা হয়।

হুগলিতে এ বারে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ শতাংশ বেশি। গত বছর জেলায় মোট ১৪৫ কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এ বার ৩ টি বেশি। পর্ষদের সিদ্ধান্ত, পরিকাঠামো অনুয়ায়ী প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৮০০ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। পাশাপাশি এ বার এই প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের (যারা নিজেরা লিখবে) জন্য রুল টানা খাতা দেওয়া হবে। পোর্টালে আবেদন করলেই ওই খাতা মিলবে।