হুগলি, ৪ ডিসেম্বর:- গত ২৪ নভেম্বর সন্ধায় বাড়ির সামনে খেলা করছিল বছর পাঁচের শিশু কন্যা। মেয়ের জন্য তাঁর বাবা বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করে পরিবার। প্রতিবেশি প্রৌঢ় অশোক সিং এর ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোণনা করেন। ঘটনায় উত্তেজনা তৈরী হয়। গ্রামবাসীদের হাতে প্রহৃত হন অভিযুক্ত। পুলিশ তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
শিশুর মৃতদেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত হয়। ফরেনসিক নমুনা সংগ্রহ করে স্টেট ফরেনসিক ল্যাবরেটরির আধিকারীকরা। ঘটনার তদন্তে ডিএসপি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে সিট গঠন করা হয়। অভিযুক্ত অসুস্থ থাকায় এতদিন হাসপাতালের পুলিশ লকআপে ভর্তি ছিলেন। আজ তাকে চুঁচুড়া পকসো আদালতে পেশ করা হয়।আদালত দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ডিএসপি ডিএন্ডটি বলেন, দুদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্তকে। ঘটনার পুনর্নিমান সহ আরো কিছু তথ্য সংগ্রহ করা হবে তাকে নিয়ে।