এই মুহূর্তে জেলা

নাগালের বাইরে আলুর দাম। গোটা আলুর বদলে কাটা আলু কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা।

হুগলি, ২৯ নভেম্বর:- রাজ্যের মধ্যে সিঙ্গুর হচ্ছে আলুর আঁতুর ঘর। সেই সিঙ্গুরে আলুর দাম নাগালের বাইরে। তাই ভালো আলুর পাশাপাশি কাটা আলু বিক্রি হচ্ছে বহু এলাকায়। সিঙ্গুর রেল স্টেশনের পাশে এই কাটা আলু বিক্রির ছবি ধরা পড়ল। সিঙ্গুর রতনপুর মোড় থেকে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা দরে পচা আলুর বস্তা কিনে নিয়ে আসে অনেক বিক্রেতা। পচা আলুর অংশ বাদ দিয়ে জলে ধুয়ে বিক্রি হচ্ছে কাটা আলু। দাম ২০ টাকা কেজি। বিশেষকরে এই কাটা আলু কিনছে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও আলুচপের দোকানদাররা।

খোলা বাজারে যখন গোটা ভালো আলুর দাম গড়ে ৩৫ টাকা থেকে ৪০ টাকা। সেখানে এই কাটা আলুর দাম কেজি প্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর্থিক সামর্থ্য অনুযায়ী অনেকেই এই কাটা আলু কিনে খেতে বাধ্য হচ্ছে। এই নিয়ে বিজেপির কটাক্ষ, বাংলার মানুষ নিরুপায় অবস্থায় রয়েছে। রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পাড়ার কারনে আজ বাধ্য হয়ে গোটা আলুর বদলে কাটা আলু কিনে খেতে বাধ্য হচ্ছে অনেকেই।