এই মুহূর্তে জেলা

টোটো ও ই-রিক্সার গণনার কাজ শুরু হলো চন্দননগরে।

হুগলি, ২৬ নভেম্বর:- মঙ্গলবার থেকে ই-রিক্সা ও টোটো গণনা শুরু হল চন্দননগরে। চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। শহরের মোট ৪ টি জায়গায় বোরোভিত্তিক এই গণনা শিবির চলছে। প্রথম দিনেই বিভিন্ন চন্দননগরের টোটোচালকেরা নাম আবেদন পত্র নিতে ভিড় জমাতে শুরু করেন। মেয়র রাম চক্রবর্তী জানান, রাজ্যে সরকারের পরিবহন দফতরের নির্দেশে এই কর্মসূচি শুরু হয়েছে। যেখানে পুর কর্মীদের পাশাপাশি রয়েছেন আঞ্চলিক পরিবহন দফতরের (আরটিও) প্রতিনিধিরাও।

চালকদের পরিচয়পত্র এবং টোটো কেনার রসিদ নিয়ে শিবিরে আসতে হচ্ছে। সেখানেই ওই কাগজের প্রতিলিপি দিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হচ্ছে। সেই পত্র পূরণ করে জমা দিতে হচ্ছে। সঙ্গে ফোন নম্বর। মেয়র বলেন, ওই নথি আমরা রাজ্যের কাছে পাঠিয়ে দেব। তারপর টোটো সংক্রান্ত সরকারের নির্দেশিকা এলে তা বলবৎ করা হবে। টোটো চালকরা বলেন, সরকারি ভাবে স্বীকৃতি মিললে ভালই হয়।