এই মুহূর্তে জেলা

কসবায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় বিজেপি ও সিপিএমের হাত! দাবি কল্যাণের।

হুগলি, ১৬ নভেম্বর:- খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় বিজেপি সিপিএমের হাত! ডানকুনির চাকুন্দিতে সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিস্ফোরক দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এ এদিন এক নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড পাম্প হাউস সহ একাধিক ঢালাই রাস্তার উদ্বোধন করেন সাংসদ।

উদ্বোধনী মঞ্চ থেকে ফের সিপিএম- বিজেপিকে নিশানা করে কল্যাণ।‌ এদিন মোহাম্মদ সেলিমকে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সাংসদ। ২৬ সালে কোনো বিরোধী দলনেতা হবে না রাজ্যে। কল্যাণ তৃনমূল কাউন্সিলরকে গুলি প্রসঙ্গে বলেন,একটু ভালো করে খোঁজ নিলে দেখা যাবে বিজেপি সিপিএম রয়েছে এর পিছনে।বিজেপি আর সিপিএম যে ভাবে হিংসাত্মক কার্যকলাপ করছে এই ঘটনা তার জলন্ত নিদর্শন।