এই মুহূর্তে জেলা

শিশু দিবসে শিশু পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার পাঠ দিল ট্রাফিক পুলিশ।

হাওড়া, ১৪ নভেম্বর:- বৃহস্পতিবার শিশু দিবসের দিন সকালে হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ট্রাফিক সচেতনতা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। হাওড়া ময়দান মেট্রো চ্যানেল সংলগ্ন এলাকায় যোগেশ চন্দ্র গার্লস স্কুলের সামনে এদিন সকালে স্কুলের শিশু পড়ুয়াদের ওই সচেতনতার পাঠ দেন হাওড়া ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার। সুকান্ত বাবু বলেন, আজ ১৪ নভেম্বর শিশু দিবস। এই উপলক্ষে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতার উপর এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়।

কিভাবে হেলমেট ব্যবহার করতে হয়, কিভাবে রাস্তা পারাপার করতে হবে, কিভাবে গাড়ি থেকে নেমে সাবধানতা অবলম্বন করে স্কুলে আসতে হবে এসব বিষয়গুলি পড়ুয়াদের অবহিত করা হয়। অভিভাবকদের বলা হয় বাইকে স্কুলে এলে আপনি নিজে যেমন হেলমেট ব্যবহার করবেন সেরকম আপনার শিশুকেও হেলমেট পরাবেন। এতে দুজনেই সুরক্ষিত থাকবেন। এরকম বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার আয়োজন করা হয় এদিন। হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তারা জানান, হাওড়া সিটি পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে তাতে তারা খুশি।