এই মুহূর্তে জেলা

পুজোর গাইড ম্যাপ প্রকাশ, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির।


হুগলি, ৪ নভেম্বর:- সোমবার, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এ দিনের বৈঠকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, এবার কেন্দ্রীয় কমিটির আওতাধীন এ বার মোট পুজোর সংখ্যা ১৭৭। এর মধ্যে চন্দননগর থানা এলাকায় ১৪৪ এবং ভদ্রেশ্বরে ৩৩ টি। পুরসভার ভিত্তিতে চন্দননগরে ১৪২, ভদ্রেশ্বরে ২৪ এবং চাঁপদানিতে ১১ টি। বিশেষ জয়ন্তী বর্ষ উদযাপন করবে ৮ টি পুজো কমিটি।

১১ নভেম্বর চন্দননগর থানা এলাকায় ৫৭ এবং ভদ্রেশ্বরের ১২ টি মিলিয়ে মোট ৬৯ টি পুজো কমিটি বিসর্জন শোভাযাত্রায় অংশ নেবে। কমিটি পিছু সর্বোচ্চ লরির সংখ্যা ৪। মোট লরি ২৪৫ টি। পুজোর দিনগুলি এবং বিসর্জনে কোনওরকম আতশবাজি কিংবা ডিজে বক্স বাজানো যাবে না সহ মোট ৪৮ দফার নির্দেশাবলী কমিটিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান শুভজিৎ। তিনি বলেন, কোনও কমিটি নিয়ম ভাঙলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।