হাওড়া,২৮ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়িতে পানশালায় দাদাগিরির অভিযোগ। দুই যুবককে মারধর, এমনকি মদের বোতল ভাঙা হয় মাথায়। এর প্রতিবাদ করায় পানশালার কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ওই পানশালায় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। মাথায় কাঁচের বোতল দিয়ে মারধরের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। রবিবার রাতে ঘটনাটি ঘটে।
যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। জানা গেছে, মারের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় পানশালার বাইরেও মারধর করা হয়। পানশালার দুই কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর জনৈক হোটেল ব্যবসায়ী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।