এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই অবিরাম বৃষ্টি।

হাওড়া, ২৫ অক্টোবর:- ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ল্যান্ডফল করেছে। তবে এর প্রভাবে হাওড়ায় ভোর থেকেই চলছে অবিরাম ভারী বৃষ্টিপাত। সঙ্গে দমকা হওয়ার দাপট। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে আগেই হাওড়া ডিভিশনে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছিল। এর পাশাপাশি পূর্ব রেল আজ শুক্রবার ভোরে লোকাল ট্রেন সকাল ১০টা পর্যন্ত বাতিল ঘোষণা করেছিল।

তবে দক্ষিণ-পূর্ব শাখায় সকাল থেকেই লোকাল ট্রেন স্বাভাবিক ছিল। তবে এই দুর্যোগের কারণে এদিন অফিস যাত্রী বা সাধারণ মানুষের ভীড় ছিল কম। অন্যান্য দিনের মতো হাওড়া স্টেশনে এদিন ব্যস্ততার ছবি ছিলনা। প্রায় অনেক কম ছিল যাত্রী সংখ্যা। তুমুল বৃষ্টি ও দমকা হওয়ার জন্য অনেক যাত্রী স্টেশনেই অপেক্ষমান।