এই মুহূর্তে জেলা

লক্ষ্মী পূজায় লক্ষীর ভান্ডার পুজো মহিলা তৃণমূলের।

হুগলি, ১৭ অক্টোবর:- লক্ষ্মীর ভান্ডার তাদের আর্থিক স্বাচ্ছন্দ দিয়েছে, তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর ভান্ডার পুজো করলেন মহিলা তৃনমূল কর্মিরা। হুগলি চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জি মহিলা কর্মিদের নিয়ে ওয়ার্ড অফিসে এই পুজোর আয়োজন করেন। লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা দিয়েই হয় পুজো, খাওয়া দাওয়ার আয়োজন।

সুখ সমৃদ্ধির জন্য লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের সেই সুখ সমৃদ্ধি দিয়েছে বলে মনে করেন তাঁরা। উলু শঙ্খধ্বনি দিয়ে তাই লক্ষ্মীর ভান্ডারের আরাধনা করলেন। কাউন্সিলর বলেন, মহিলা ব্রিগেড বলল এবার লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর ভান্ডার পুজো করবে। তাই পুজো করা হল। আগামী দিনেও করার ইচ্ছা আছে।