এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে প্রতিবাদ তিলোত্তমা বাহিনীর।

হুগলি, ১৫ অক্টোবর:- মঙ্গলবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাল তিলোত্তমা বাহিনী। এ দিন ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হন শতাধিক মানুষ। তাঁদের সঙ্গে সাথ দেন চুঁচুড়া সদর হাসপাতালের চিকিৎসকেরাও।

ছোট থেকে বড়, পুরুষ মহিলাদের পাশাপাশি এক দৃষ্টিহীন ব্যক্তিও প্রতিবাদে অংশগ্রহণ করেন। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে তাঁদের স্লোগানে মুখরিত হয় ঘড়ির মোড় চত্বর। রাত ৮ টা নাগাদ শুরু হওয়া এই প্রতিবাদ প্রায় ঘণ্টাখানেক পর শেষ হয়।