এই মুহূর্তে জেলা

ঠাকুর নামাতে গিয়ে দুই ক্লাবের বচসাকে ঘিরে উত্তেজনা হাওড়ায়।

হাওড়া, ৭ অক্টোবর:- ঠাকুর নামাতে গিয়ে নিশ্চিন্দার দুই ক্লাবের ঝামেলা, বচসা থেকে হাতাহাতির অভিযোগ। দূর্গাপুজো নিয়ে এলাকার দুই ক্লাবের বচসা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার পূর্ব সাঁপুইপাড়ায়। স্থানীয় একটি ক্লাবের ঠাকুর নামানোর সময় পাশের ক্লাবের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু হয়।

অভিযোগ, পাশাপাশি দুই ক্লাবের বিভিন্ন কারণে বচসা দীর্ঘদিনের। রবিবার রাতে ঠাকুর নামানোর সময় ফের গন্ডগোল শুরু হয়। হামলা এবং পাল্টা হামলার অভিযোগ ওঠে। রাস্তা অবরোধ হয়। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।