এই মুহূর্তে জেলা

বৃষ্টি উপেক্ষা করেই হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ।

হাওড়া, ২ অক্টোবর:- বৃষ্টিকে উপেক্ষা করেই ভোর থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ। বহু মানুষের সমাগম হয়েছে সেখানে। ছাতা মাথায় নিয়েই ঘাটে ঘাটে মহালয়ার তর্পণে সামিল হয়েছেন মানুষ। প্রশাসনের তরফ থেকে ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।

ঘাটে দুর্ঘটনা এড়াতে চলছে মাইকিং। মহালয়া উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জলপথে স্পিডবোটে চলছে নজরদারি। সকালে ঘাট পরিদর্শন করে যান হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের পদস্থ কর্তারা।