এই মুহূর্তে জেলা

হাওড়ার পাইকারি বাজারে মিলছে বাংলাদেশের রুপালি শস্য।


হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- দীর্ঘ টালবাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ। এখান থেকেই খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে।

হাওড়ার পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট দশ মেট্রিক টন ইলিশ। রাজ্যে চল্লিশ মেট্রিক টন মাছ এসেছে বলে জানা গেছে। প্রসঙ্গত:পুজোর আগেই হাওড়ার হোলসেল ফিস মার্কেটে আসতে শুরু করল বাংলাদেশের সুস্বাদু ইলিশ। প্রথম দিন থেকেই ক্রেতাদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো।