এই মুহূর্তে জেলা

লিলুয়ার গোশালায় বিদ্যুতের সংযোগ দিতে এসে বিক্ষোভের মুখে ঠিকা কর্মীরা।


হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- কারখানায় ‘বেআইনিভাবে’ বিদ্যুতের সংযোগ দেবার অভিযোগ উঠলো এবার হাওড়ার লিলুয়ায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ঠিকা কর্মীদের আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। লিলুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় আটকে থাকা ঠিকা কর্মীদের। লিলুয়ার গোশালার এই ঘটনায় মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন এরা।

অভিযোগ, এই এলাকার প্রায় কয়েক বিঘা জমি ‘দখল’ করে রেখেছিল এক বেসরকারি সংস্থা। এরপর তিন মাস আগে জমি অধিগ্রহণ করে সরকার। তারপর ফের ওই সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, বিদ্যুতের লাইন দিতে আসা কর্মীরা দাবি করেন তাঁরা এই জমি সম্পর্কে কিছু জানতেন না। তাঁরা ‘কন্ট্রাক্টরে’র অধীনে ঠিকা কর্মী হিসেবে কাজ করেন।