তরুণ মুখোপাধ্যায়, ৫ সেপ্টেম্বর:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। বৃহস্পতিবার তার পূর্ণ জন্মদিবস উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকারের নেতৃত্বে থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্কুলে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের হাতে ফুল মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের সম্মানিত করা হয়।
রিষড়া থানার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্ব শ্রেণীর সাধারণ মানুষ। তাদের বক্তব্য আমাদের সমাজের পিতা-মাতার পর শিক্ষকরাই আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ। তাদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যাদানের মধ্য দিয়ে ছাত্রদের প্রকৃত মানুষ তৈরি করেন। তাই এই দিনটির তাৎপর্য ছাত্রসমাজের কাছে একটি বিশেষ গুরুত্ব রয়েছে।