উত্তর ২৪ পরগনা, ৩১ আগস্ট:- গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে নিউ বারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের চাদঁপুর লেনিনগড় এফ ব্লকের এক বাড়ি থেকে ৫৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অবৈধ গাঁজা মজুদ কারী এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় দন্ডবিধি এনডিপিএস আইনের ২০(বি) এবং ২৯ ধারারায় মামলা রুজু করা হয় আসামীর বিরুদ্ধে। রবিবার উদ্ধার অবৈধ মজুদ গাঁজা সহ ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়। রবিবার দুপুরে নিউ বারাকপুর থানায় সাংবাদিক দের মুখোমুখি হয়ে জানান ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি।ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে নিউ বারাকপুর থানার পুলিশের কাছে খবর আসে লেনিনগড় এফ ব্লকে এক বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ করে রাখা হয়েছে বিক্রির জন্য। শনিবার গভীর রাতে থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সাথে বাড়ির চারিদিকে ঘিরে আইননানুগ ভাবে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গাঁজা মজুদকারী এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম শান্তিরাম রায় (২৮)। বাবা প্রয়াত রবিন রায়। মূলত বিক্রির জন্য গাঁজা মজুদ করে রাখা হয়েছিল বলে জানান পুলিশ। উদ্ধার ৫৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। পুলিশ তদন্তে নেমেছে এই র্্যাকেটের আসল পান্ডা কারা রয়েছে। কোথা থেকে কি ভাবে এত পরিমাণ গাঁজা আসল।এই কারবারীর সাথে অন্য কোন মাদক ব্যবসায়ী জড়িত আছে কিনা তদন্তে নেমেছে পুলিশ।