হাওড়া, ২৬ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার একাধিক ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির কয়েক ঘন্টা আগে সোমবার বিকেলে হাওড়ার শরৎ সদনে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে রাজ্য পুলিশ প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা ছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নবান্ন অভিযানের দিন কীভাবে আইনশৃঙ্খলা সামাল দেওয়া হবে সব বিষয় নিয়েই এদিন আলোচনা হয়।