হাওড়া, ১৭ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম ব্রিজের উপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছান। তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। অবরোধের জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা দোষীদের কঠোর শাস্তিরও দাবি করেন।
