এই মুহূর্তে জেলা

কাঠের গুঁড়ো দিয়ে বিপ্লবীদের ছবি ফুটিয়ে তোলা হলো চন্দননগরে।

হুগলি, ১৫ আগস্ট:- ভারতের 78 তম স্বাধীনতা দিবসে কাঠের গুঁড়ো বিপ্লবীদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। চন্দননগরের উর্দিবাজারে কালচারাল ফোরামের উদ্যোগে এই কাজ করা হয়েছে। উর্দিবাজারের রাস্তার পাশে স্যান্ড আর্টিস মহম্মদ সোহেল তার শিল্পত্ব ফুটিয়ে তোলেন।

কাঠের গুঁড়োর দিয়ে রঙিন ক্যানভাস তুলে ধরছেন। কাঠের গুঁড়োকে রঙ করে নেতাজি, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং ও আবুল কালামের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিভিন্ন বিপ্লবী, জাতীয় পতাকা থেকে সেনাদের ছবি তুলে ধরেছেন তিনি।