এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ তুলে ব্যানার হাওড়ার বাঁকড়ায়।

হাওড়া, ১২ আগস্ট:- পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার ব্যানার পড়লো হাওড়ার বাঁকড়ায়। ভোমজুড়ের বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই সদস্য ও স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এলাকার জুড়ে দুর্নীতি পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বার বার বাঁকড়া অঞ্চলেই এই ধরনের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

সাধারণ মানুষ এই নিয়ে মুখ না খুললেও, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের দায়িত্বে থাকা কেউই এই ব্যানার পোস্টারের বিষয়ে মুখ খুলতে চাননি। এখনো পর্যন্ত অভিযোগও দায়ের হয়নি থানায়।