এই মুহূর্তে জেলা

যান্ত্রিক ত্রুটি, বিপত্তি হাওড়া আমতা লোকালে।

হাওড়া, ৬ আগস্ট:- যান্ত্রিক ত্রুটির কারণে বিপত্তি হাওড়া আমতা লোকালে। এর জেরে মঙ্গলবার সকালে সাময়িক বিপাকে পড়েন ওই লোকালের যাত্রীরা। পরে ওই লোকালের যাত্রীদের পরবর্তী ট্রেনে হাওড়ায় আনা হয়।

এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ট্রেনটি বাঁকড়া নয়াবাজ স্টেশনে মেরামত করা হয় বলে জানা গেছে। এই মুহুর্তে হাওড়া আমতা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।