হাওড়া, ২৮ জুলাই:- নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা এবার হাওড়ার ডোমজুড়ে। জালান কমপ্লেক্সের ভিতরে একটি গোডাউন থেকে ৪ টন দস্তার বার নিয়ে চম্পট দেয় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল। জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোডাউনের নিরাপত্তা রক্ষীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তালা ভেঙে পণ্যবাহী গাড়ি গোডাউনে ঢুকিয়ে চলে অবাধে লুটপাট। এমনকি অপারেশন চালিয়ে ফেরার পথে যাওয়ার সময় সিসিটিভি’র ডিভিআর মেশিনও নিয়ে যায় দুষ্কৃতীরা।
পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে হাওড়ার গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলো বিশাল কুমার সাউ, অবিনাশ সিং, সুব্রত সেন এবং বিকাশ জয়সোয়াল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযোগ পাবার ১২ ঘন্টার মধ্যেই সব মাল পুনরুদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।