এই মুহূর্তে জেলা

চালক ছাড়াই গাড়ি চালু, সোজা গিয়ে ডুব দিল ত্রিবেণীর গঙ্গায়।

হুগলি, ২৫ জুলাই:- ত্রিবেনীর সপ্তর্ষি ঘাটে তলিয়ে যাওয়া চার চাকা গাড়ি হাইড্রা মেশিন দিয়ে টেনে তোলা হল। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের আনন্দ পল্লীর বাসিন্দা চারজন গতকাল ত্রিবেনীতে আসেন গঙ্গা স্নান করতে। রাত এগারোটা নাগাদ তারা সপ্তর্ষি ঘাটের সামনে বসেছিলেন। কিছুটা দূরে তাদের চারচাকা হুন্ডাই গাড়িটি রাখা ছিল। ঘাটের পাশের একটি সিসি টিভির ফুটেজে দেখা যায় গাড়িটি হঠাৎ চলতে শুরু করে। হঠাৎ গতি বাড়িতে ঘাটের দিকে এগিয়ে যেতে থাকে। গাড়িটি সোজা গঙ্গার দিকে যাচ্ছে দেখে তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে আহত হম এক মহিলা।

যদিও গাড়িটিকে আটকানো যায়নি।সোজা গঙ্গায় নেমে জলে ডুবে যায়। খবর দেওয়া হয় মগড়া থানায়। পুলিশ এসে রাতেই গাড়িটি তোলার চেষ্টা করে ব্যার্থ হয়। জলে ডুবে থাকায় সমস্যায় পরতে হয়। আজ জোয়ারের জল থাকায় ভাঁটার জন্য অপেক্ষা করতে হয়। আজ সন্ধের কিছু আগে স্থানীয় এক যুবক ডুব দিয়ে গাড়িটিতে দরি বেঁধে দেয়। তারপর পুলিশ হাইড্রা মেশিন দিয়ে টেনে গাড়িটিকে পারে তোলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সম্ভবত হ্যান্ডব্রেক দেওয়া না থাকায় গড়ানে পরে গাড়িটি হঠাৎ করে গড়িয়ে যায়।