কলকাতা, ২৪ জুলাই:- আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটের জেরে রাজ্যের আলুর যোগান নিয়ে চলতি সমস্যার সমাধান করতে রাজ্যে সরকার আজ আলু ব্যসায়ীদের সঙ্গে বৈঠকে বসছে। হুগলির হরিপালে প্রস্তাবিত ওই বৈঠকে কৃষি বিপননমন্ত্রী বেচারাম মান্না সহ শীর্ষ আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরা ধর্মঘটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে চলতি পরিস্থিতিতে বাজারে আলুর যোগান অব্যাহত ও দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।
মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজ জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে, তা বের করে বাজারে যোগান বাড়াতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। আলুর জোগান অব্যাহত রাখার পাশাপশি দাম যাতে নিয়ন্ত্রণ করা যায় তা দেখতে বলা হয়েছে।