এই মুহূর্তে জেলা

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগে থানার সামনে বিক্ষোভ অটো চালকদের।

হাওড়া, ২৪ জুলাই:- প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন অটো চালকরা। গায়ের জোরে বেশ কিছু অটোকে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাওড়া পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুবীর রাউতের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলেছেন অটো ইউনিয়নের সদস্যরা। লিলুয়ার ভট্টনগর স্ট্যান্ডে নতুন অটোকে জায়গা দেওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। এই ঝামেলা শুরু হয়েছে গত তিন চারদিন আগে থেকেই।

এই নিয়ে অটো সংগঠন যখন প্রতিবাদ করে তখন বেশ কিছু অটোকে নিজের ক্লাবের ময়দানে তালা বন্ধ করে আটকে রাখার অভিযোগ উঠেছে প্রাক্তন ওই কাউন্সিলরের বিরুদ্ধে। বুধবার সকালে এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অটোস্ট্যান্ড সংগঠনের সদস্যরা এদিন লিলুয়া থানায় যায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। অটো সংগঠনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। অটো আটকে রাখা বা ‘দাদাগিরি’র অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ওই কাউন্সিলর।