এই মুহূর্তে জেলা

ওভারহেডের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন পরিষেবা।

হাওড়া, ২২ জুলাই:- ওভারহেড তার ছিঁড়ে টানা কয়েক ঘন্টা ব্যাহত হল ট্রেন পরিষেবা। বর্তমানে দক্ষিণ-পূর্ব শাখায় হাওড়া আমতা লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিন সকালে দেখা যায় রেললাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেড তার। বিদ্যুৎবাহী হয়ে রয়েছে গোটা রেললাইন। ওই সময় লেবেল ক্রসিং পেরোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এক বাইক আরোহী।

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাঁসী ও কোনা স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটে। অভিযোগ, দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে ছিল রেললাইনে। অফিস টাইমে সকাল ১০-১০ মিনিটে তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয় এদিন। বন্ধ করে রাখা হয় লেবেল ক্রসিং। বন্ধ ছিল হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল। পরে মেরামতের পর ওই লাইনে ট্রেন পরিষেবা চালু হয়।