এই মুহূর্তে জেলা

একুশে’র মঞ্চের অভিষেকের বক্তব্যের কড়া জবাব দিলেন সুকান্ত।

হাওড়া, ২১ জুলাই:- “কোনও ভদ্র, সভ্য লোক বিজেপি করে না। সব মোদো-মাতাল, দুর্নীতিগ্রস্ত, চোর-চিটিংবাজরাই বিজেপি করে। তাই এদের মানুষ বর্জন করেছে।’ ২১এর ধর্মতলার মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে কড়া আক্রমণ করে এদিন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট এরা সবই তৃণমূল কংগ্রেসের সম্পদ। উনি আসলে ওনার নিজের পার্টির কথা বলতে গিয়ে ভুল করে আমাদের পার্টির কথা বলে ফেলেছেন। পাড়ার যত পেঁচি মাতাল সব ওনার দলেরই নেতা। উনি হয়তো সবার নাম জানবেন না। উনি চাইলে আমি জেলা ধরে ওইসব মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেব।”

অভিষেক এদিন আরও বলেন, “এ রাজ্যে মোট ৮০ হাজার বুথ রয়েছে। একটি বুথে ৫ হাজার টাকা খরচ হলে, নির্বাচনের দিনে কেবলমাত্র মদের পিছনেই ৪০ কোটি টাকা ঢেলেছে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের ১০০ দিনের কাজের ৩ হাজার ৭০০ কোটি টাকা তাদের ব্যাঙ্কে পৌঁছে দিয়েছেন। আমরা গরিবের পাশে দাঁড়াই, তাদের ভাতের ব্যবস্থা করি, আর বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা করে, মদ খাওয়াতে ৪০ কোটি টাকা খরচ করে। এটাই পার্থক্য।” এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে তার লিস্ট অবধি আমাদের হাতে রয়েছে। বুথ লেবেল পর্যন্ত ১৫ হাজার টাকা করে একেকজনের পিছনে খরচ করা হয়েছিল।”