হুগলি, ১৮ জুলাই:- গুড়াপ থানার কাঁটা গড়িয়া গ্রামে গত ২০১০ সালের ৪ঠা ফেব্রুয়ারী খুন হন সেখ ইব্রাহিম (৪৫)। জানা যায়, মহরম আলির সঙ্গে পুরোনো গন্ডোগোল ছিল তার। ঘটনার দিন বিকালে নামাজ পরে ফিরছিলেন ইব্রাহিম। রাস্তায় কাটারি নিয়ে দাঁড়িয়ে ছিল মহরম আলি। ইব্রাহিম কাছে আসতেই কাটারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পরে।এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেখ ইব্রাহিমের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের ভাইপো ফিরোজ মামুদ অভিযোগ দায়ের করেন গুড়াপ থানায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ৩০২ ধারায় মামলা রুজু হয়।
১৮ জুলাই ২০১০ সালে এই মামলায় চার্জ শীট দাখিল করে তদন্তকারীরা। মোট তেরো জনের স্বাক্ষ গ্রহন করা হয়।আজ হুগলির প্রথম দায়রা আদালতের বিচাররক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আাগামী ২০ জুলাই শনিবার হবে চুড়ান্ত রায় দান। সরকারী পক্ষের আইনজীবী হিসাবে ছিলেন সুব্রত গুছাইত। তিনি অন্য একটি দায়িত্বে চলে যাওয়ায় হুগলি জেলা আদালতের মুখ্য সরকারী আইনজীবী শঙ্কর গাঙ্গুলী সওয়াল করেন। তিনি জানান, অভিযুক্ত এতদিন জামিনে মুক্ত ছিলেন। আজ দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। পরশু হবে এই মামলার রায় ঘোষনা। অভিযুক্তের বাবা আব্দুল কাশেম আলি জানান, ছেলের মানসিক সমস্যা আছে। তাকে রাগাত গ্রামের লোকজন।