এই মুহূর্তে জেলা

গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান বলাগড় থানার।

হুগলি, ১১ জুলাই:- গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান বলা গড় থানার। বৃহস্পতি বার হুগলী গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলা গড় থানার পক্ষ থেকে নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হলো গুপতিপাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের শক্তিপুর গ্রামের গঙ্গার ধারে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা আজ এই অভিযান চালায় ।অভিযানের নেতৃত্ব দেন বলা গড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকিরন মুখার্জী।

প্রসঙ্গত শক্তি পুর গ্রামের গঙ্গার ধার বরাবর নিরিবিলি জায়গায় অনেক টা এলাকা জুড়ে গোপনে চলছিল এই গাঁজা চাষ। আজ সেই জমিতে হানা দিয়ে গাঁজা গাছ কেটে দেয় পুলিশ এবং তা ধ্বংস করে দেয়। ঘটনায় কেউ গ্রেফতার না হলেও গাঁজা চাষের সাথে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনে ও এই ধরনের অভিযান আরো হবে বলে বলা গড় থানার পক্ষ থেকে জানানো হয়।