এই মুহূর্তে জেলা

ব্যান্ডেলে আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ হকারদের।

হুগলি, ১০ জুলাই:- টানা প্রায় ২০ দিন ধরে ট্রেন কিংবা স্টেশনে হকারি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তার মধ্যে মঙ্গলবার ব্যান্ডেল থেকে ৪ জন হকারকে আটক করেছে আরপিএফ। এর প্রতিবাদেই বুধবার ব্যান্ডেল আরপিএফের সামনে বিক্ষোভ ফেটে পড়লেন কয়েকশো হকার। ওই চারজনকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আইএনটিটিইউসি সমর্থিত হকাররা বিক্ষোভ দেখান।

অভিযোগ, হাওড়া বর্ধমান মেন লাইন সহ রাজ্যের বিভিন্ন রেল শাখায় হকারি করতে বাধা দিচ্ছেন আরপিএফের কর্মীরা। এতে তাঁদের রুটিরুজিতে টান পড়ছে। হকারদের দাবি, রেলের সমস্ত নিয়ম মেনেই তাঁরা হকারি করেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে রেলওয়ে সুরক্ষা বাহিনী তাঁদের হেনস্থা করছেন।