হুগলি, ৫ জুলাই:- চেয়ারম্যানে অনাস্থা দেখিয়ে তার ঘরের সামনে বসে ধর্না বিক্ষোভের পর এবার পুরসভারর স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করলেন বাঁশবেড়িয়ার ১২ জন তৃনমূল কাউন্সিলর। লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় সারে এগারো হাজার ভোটে বিজেপির কাছে হারতে হয়েছে তৃনমূলকে। তারপরই দেখা যায় তৃনমূল কাউন্সিলরদের একাংশ চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। কাউন্সিলরদের অভিযোগ মূলত চেয়ারম্যান তাদের কথা শোনেন না। নিজের কিছু পেটুয়া লোক দিয়ে কাজ করান। কাউন্সিলরের কোনো গুরুত্ব দেন না। নিজেদের ওয়ার্ডে পরিষেবা দিতে পারেননা চেয়ারম্যানের অসহযোগে। যার ফল লোকসভা ভোটে হার। গত ২২ শে জুন চেয়ারম্যানকে বদল করার দাবীতে বিক্ষোভের পর আজ পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে গণ পদত্যাগ করেন তৃনমূলের ১২ জন কাউন্সিলর।
তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসেরা বলেন, আমরা কাউন্সিলর হিসেবে এলাকার কোন কাজ করতে পারছি না। স্ট্যান্ডিং কমিটি আমাদের কাছে অলংকার ছাড়া আর কিছু নয়। কারন স্ট্যান্ডিং কমিটির কোন মিটিং হয় না। যা কিছু সিদ্ধান্ত চেয়ারম্যান নিজেই নেন। তিনটি স্ট্যান্ডিং কমিটির মাথায় রয়েছেন চেয়ারম্যান কিন্তু তিনিও কোন মিটিং ডাকেন না। সমস্ত বিষয়ে আমরা দলের নেতৃত্ব কে জানিয়েছি তোর নিশ্চয়ই কোন ব্যবস্থা নেবে। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কোন প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর যারা এন্ডিং কমিটির সভাপতি তারা মিটিং ডাকেন না। তাই প্রথম বোর্ড মিটিং এ বিভিন্ন দপ্তরের ছটি স্ট্যান্ডিং কমিটি তৈরি হলেও তা নিষ্ক্রিয়। বাঁশবেড়িয়া পুরসভার শাসকদলের কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে বারবার এই ধরনের পদক্ষেপ নেওয়ায় দল বিরাম মনে পড়ছে বলে মনে করছেন তৃনমূল কর্মিরা।