এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে রথকে কেন্দ্র করে সাজো সাজো রব, জানালেন পুরপ্রধান।


প্রদীপ বসু, ৫ জুলাই:- চাঁপদানিতে রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। চাপদানি পলতা ঘাট গান্ধী মূর্তির পাদদেশ থেকে। ওই দিন মঞ্জুশ্রী সিনেমা হলের কাছে প্রতি বছরের মত এবারেও সন্ধ্যেবেলা পৌঁছে যাবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্থায়ী মন্দিরে প্রতিষ্ঠিত দেবতারা ৭ তারিখে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করবে পূজা অর্চনার পর। উপস্থিতি ঘটবে হাজার হাজার ভক্তের। সূচনা করবেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। প্রথমে এই রথ ছিল কাঠের। পরে লোহা দিয়ে তৈরি করা হয়।

এ প্রসঙ্গে পৌরপ্রধান জানান এই রথ আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থাৎ আবার কাঠের তৈরি রথ ফিরে আসবে। রথে রং করা হয়েছে। মন্দিরে দেবতারা প্রস্তুত। পুরোহিত রমাকান্ত পান্ডে জানান রথের বয়স ৬০ বছর। কিন্তু সঠিক কেউ বলতে পারছে না। সুরেশ মিশ্র বলেন চাপদানিতে উড়িষ্যা ভাসাভাসি মানুষের পাশাপাশি অনেক ধর্মের মানুষেরা বসবাস করে। তাই এখানে সবাই মিলেমিশে এক সাথে সব উৎসব পালন করে। রথ, ঈদ, মহরম, দুর্গাপুজো সব উৎসবে সকলে আনন্দ করুক আমারা চাই। তার মধ্যে কিছু লোকের জন্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। ধর্ম যার যার নিজের কাছে আছে। তাই কোনো সমস্যা যাতে না হয় দেখতে হবে।