এই মুহূর্তে জেলা

আর থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

হুগলি, ৫ জুলাই:- এবার থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধরণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে e-GDE পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশের অধীনে সব থানায়। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীন পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী ৭ ই জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীন পুলিশের প্ৰতিটি থানায়। মূলত online এর মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডাইরি। এবং online এর মাধ্যমেই GD entry Number নাম্বার জানতে পারবেন অভিযোগ করি। অর্থাৎ জেনারেল ডাইরি বা GDE number পাওয়ার জন্য স্ব-শরীরে থানায় আসার কোনো প্রয়োজন পড়বে না বলেই জানালেন হুগলি গ্রামীন পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন।

সাধারনত আধারকার্ড, এটিএম কার্ড ব্যাঙ্ক-পাস-বই, জন্ম-সার্টিফিকেট, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, ই-জিডি, বিদ্যুৎবিল, ব্যাঙ্ক লকারের চাবি, কেডিপি/ এনএসসি, ল্যাপটপ, এল.আই.সি. পলিসি, মেডিক্লেইম কার্ড, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডিকার্ড, প্যানকার্ড, পরচা, পাসপোর্ট, রেলপাস, রেশন কার্ড, ভাড়াবিল, শেয়ার সার্টিফিকেট, সিমকার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সরসিদ ভোটার আইডি কার্ড এর জন্য জেনারেল ডাইরি করা অনলাইনের মাধ্যমে। e-GDE করার জন্য http://egd.hooghlyruralpd.in/ hooghlyrurslpolice.wb.gov.in এই ওয়েব সাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডাইরি করতে পারবেন সাসরণ মানুষ।