এই মুহূর্তে দেশ

বর্ষার জঙ্গলী রাণী ডুয়ার্স, এক অপূর্ব রূপে ভাসছে উত্তরবঙ্গ!

ডুয়ার্স, ৩ জুলাই:- বর্ষা এলেই যেন জীবন্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের ডুয়ার্স। সবুজের সমারোহে মুখরিত হয়ে ওঠে পাহাড়, বনানী, ঝর্ণা। আর এই অপূর্ব রূপের সাক্ষী হতে হলে বর্ষার এই সময়ই সেরা। সাধারণত পর্যটকেরা ভিড় জমায় শীতকালে, কিন্তু বর্ষার ডুয়ার্সের অপার সৌন্দর্য উপভোগ করতে হলে এই সময়টাই বেছে নিন। জঙ্গল লাগোয়া এলাকায় ঘুরে বেড়ান, প্রকৃতির অপূর্ব রূপ উপভোগ করুন। একদিকে সবুজের সমারোহ, অন্যদিকে গভীর বনের মধ্য দিয়ে বয়ে আসা পাহাড়ি ঝর্ণার টলটলে জলরাশি।

পড়ন্ত বিকেলে, গাছের ফাঁক দিয়ে সূর্য যেন লুকোচুরি খেলছে। আর গাছের ডালে বসে টিয়া পাখির কলরব মুখর করে তুলবে আপনার মন।জঙ্গলের পথ হেঁটে যেতে যেতে চোখে পড়বে নানা রঙের অজানা ফুল। বৃষ্টি থেমে গেলেই যেন সেই ফুলের মুকুট পরে নীল আকাশ থেকে উঁকি দেয় জঙ্গলের রাণী ডুয়ার্স। ডুয়ার্স ভ্রমণের জন্য বর্ষার সময় সেরা। প্রকৃতির এই অপূর্ব রূপ আপনাকে মুগ্ধ করে দেবে। তাহলে আর দেরি কিসের? আজই ছুটির পরিকল্পনা করুন এবং ডুয়ার্সের রানীকে দেখে আসুন!