এই মুহূর্তে কলকাতা

নিউ মার্কেট উচ্ছেদ অভিযান।

কলকাতা, ২৬জুন:- কতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর আজ হকার উচ্ছেদ। নিউমার্কেট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা বিকেল পাঁচটা নাগাদ নিউমার্কেট থানার সামনে যে সমস্ত হকাররা ফুটপাত দখল করে বসে আছে আধ ঘন্টার মধ্যে নিয়ে চলে যেতে বলছে। তার পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশ আধিকারিকরা সেই বিক্রেতাদের দোকানের কাজে হাত লাগিয়ে জিনিসপত্রগুলি কাপড়ে মোরে নিউমার্কেট থানার গাড়িতে তুলে নিয়ে যায়। এবং শুধু ফুটপাত নয় ফুটপাত চত্বরে যে সমস্ত খাবারের দোকানগুলি ছিল সেই খাবারের দোকানগুলিও খালি করার কথা বলা হয়েছে। এবং পুলিশ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন

আগামীকাল থেকে এই ফুটপাতে কোন হকার বসবে না। যতক্ষণ না অর্ডার আসবে ততক্ষণ তারা কোনরকম ভাবে ব্যবস্থা নিতে পারবে না। এছাড়া দ্বারা দোকানের বিক্রেতা আছে তারা ক্ষত প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভরসা করেন তারা ভোট দিয়েছেন তারপরেও কেন এইরকম আচরণ। যাদের কুড়ি বছর ১৫ বছর লাইসেন্স আছে এবং কলকাতা কর্পোরেশন থেকে তাদেরকে এই ফুটপাতের উপরেই চিহ্নিত করে দিয়ে গেছে তারা সেই মতো প্রত্যেকটা দিন সুষ্ঠুভাবেই এই ফুটপাতের উপরে বসেন। আজ তারা কোথায় যাবেন এমনটাই ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন।