এই মুহূর্তে জেলা

বেলুড় মঠেও পালিত যোগ দিবস।

হাওড়া, ২১ জুন:- প্রতি বছরের মতো এবারেও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বেলুড় মঠের বিদ্যামন্দির ময়দানে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগিতায় এনসিসি ইউনিটের পক্ষ থেকে আজ শুক্রবার ২১ জুন সকালে এই দিনটি উদযাপন করা হয়। বিদ্যামন্দিরের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেন। লালবাবা কলেজ, এম সি বিদ্যাপীঠ, ডনবসকো স্কুল, অগ্রসেন বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিদ্যামন্দির মাঠে আয়োজিত যোগব্যায়াম প্রদর্শন করেন।