এই মুহূর্তে জেলা

গরমকে উপেক্ষা করেই পানিহাটির দন্ড মহোৎসবে ভক্তদের ঢল।

উঃ২৪পরগনা ,২১ জুন:- ইতিহাস বলছে, হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব। ৫০৭ বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথদাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু। দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়া-দধি-কলা ভোজন করানোর নির্দেশ দেন। যদিও আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন এই দণ্ড গ্রহণ করেছিলেন। সেই থেকেই প্রতিবছর জৈষ্ঠ্য শুক্লা ত্রয়োদশীতে আয়োজিত হয় দণ্ড মহোৎসব। এবছর ৫০৮ তম বর্ষে পদার্পণ করল এই দণ্ড মহোৎসব উৎসব।

প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে এই মন্দির চত্বরে। একদিকে গরম সেই গরমকে উপেক্ষা করেই ভক্তসমোগাম হয়েছে মন্দির প্রাঙ্গণে। দই চিরে কলা সহযোগে প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদেরকে। এর পাশাপাশি যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। খড়দহ থানা পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পুলিশ কর্মীরা নিযুক্ত রয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। মন্দির সংলগ্নই গঙ্গার ঘাট এ কূণার্থীরা স্নানের জন্য সমবেত হয়েছেন। সেখানেও যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যও রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদস্যরা দখল দিচ্ছেন গঙ্গায় পাশাপাশি রয়েছেন নিরাপত্তা রক্ষীরা। এছাড়াও পানিহাটি পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধার খেয়াল রাখা হয়েছে। গরম যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য রয়েছে আলাদা মেডিকেল ক্যাম রয়েছে জলসত্রের ব্যবস্থা।