এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাড়ছে জন্ডিসের প্রকোপ, জলের নমুনা পাঠানো হলো পরীক্ষাগারে।

হাওড়া , ১৯ জুন:- হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে এবার জন্ডিসের প্রকোপ। এলাকায় পুরসভার পানীয় জলে পোকা মেলার অভিযোগ স্থানীয়দের। অভিযোগ স্বীকার করে পুরসভার মুখ্য প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়ার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। বুধবার এলাকায় স্বাস্থ্য কর্মীরা গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, হাওড়া পুরসভার সরবরাহ করা পানীয় জল থেকে অনবরত বের হচ্ছে পোকা। এর পাশাপাশি জলও যথেষ্ট পরিমাণে নোংরা আসছে বলে অভিযোগ। অভিযোগ, সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বহু মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় জল থেকে ময়লা ও পোকা বেরচ্ছে।

বারবার পুরসভাকে জানিয়েও কোন সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দাদের পাশে এসে দাঁড়িয়েছেন শ্যামল মিত্র। শ্যামলবাবু দাবি করেন বারবার হাওড়া পুরসভার মুখ্য প্রশাসককে জানিয়েও কোনওরকম ব্যবস্থা নেননি তিনি। আজ যখন বাড়াবাড়ি হয়েছে তখন ভিডিও কল করে দেখানোর পর কিছু স্বাস্থ্যকর্মী পাঠিয়েছেন এলাকায়। এদিন স্বাস্থ্যকর্মীরা এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, পরিস্থিতির উপর নজরদারি শুরু হয়েছে। পুরসভার স্বাস্থ্যকর্মীদের সেখানে পাঠানো হয়েছে। পাশাপাশি সেই এলাকার পানীয় জলের স্যাম্পেল নিয়ে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পদ্মপুকুর জল প্রকল্পের ল্যাবরেটরিতে। দু’একদিনের মধ্যেই সেখানে পরিশ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিয়েছেন সুজয়।