এই মুহূর্তে কলকাতা

চার বিধানসভা উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা, ১৮ জুন:- আসন্ন চার বিধানসভা উপনির্বাচনে আগামী ২৬ শে জুন থেকে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এই চার বিধানসভা উপনির্বাচনে মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যার মধ্যে চারটি জায়গায় দুই কোম্পানি করে মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে স্ট্রংরুমের জন্য। বাকি ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জরুরি পর্যায়ের এক বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। রাজ্যের মুখ্য নির্বাচনই আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন আসন্ন বিধানসভার ঔপনির্বাচনে প্রত্যেকটি বুথেই ওয়েব কাস্টিং করা হবে।

উপনির্বাচন বলে কোন জায়গায় কোন ক্ষান্তি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। রীতিমতো কড়া হাতেই এই উপনির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ও নির্বাচন কমিশন। সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর এই প্রথমবার পশ্চিমবঙ্গে যতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন তাতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে এমনটাই কিন্তু দাবি করছে অনেকেই। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য খুব পরিষ্কার, একজন মানুষ সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবে তাতে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়। আর সে কারণেই উপ নির্বাচন হিসেবে এবার নির্বাচন কমিশন কোনরকম খামতি রাখতে চাইছে না রাজ্যের এই চার উপ নির্বাচনে।