এই মুহূর্তে জেলা

জল নিয়েও টাকা নয়-ছয়ের অভিযোগ, বাঁশবেড়িয়া পৌরসভায় সিপিএমের বিক্ষোভ।


হুগলি, ১৩ জুন:- তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টে ভুগছে বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের মানুষজন। যেখানে মানুষ জলের জন্য হাপিত্যেশ করছে সেখানেই টাকা নয় ছয়ের অভিযোগ তুলছে বাঁশবেরিয়া পৌর এলাকার সিপিআইএম কর্মীরা। বৃহস্পতিবার বাঁশবেড়িয়া পৌরসভার গেটে দীর্ঘক্ষন সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় সিপিআইএম এর শৈলেন বিশ্বাস জানান গরমের আগে থেকেই পৌর এলাকায় তীব্র জনসংকট চলছে। গরমে তা চরম আকার ধারণ করেছে। পৌরসভার সূত্রে জানা গেছে আমরুত প্রকল্পের কাজ শেষ হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। এই পৌরসভায় চার বছর ধরে কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত তা শেষ হলো না। সরকার টাকা খরচ করছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বাঁশবেরিয়া পৌরসভা এ বিষয়ে একদম উদাসীন।

প্রকল্পের কাজ এতদিন ধরে চলছে এই বোর্ডের চেয়ারম্যান তার আগের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। সেই দুর্নীতি এখন কোন জায়গায় অবস্থান করছে তা আমরা জানিনা আমরা চাই মানুষ যেন এই তীব্র গরমে জল কষ্ট থেকে মুক্তি পায়। আমরা শুনেছি কিছু কিছু ওয়ার্ডে জল চালু হয়ে যাবে কিন্তু সেটা কবে চালু হবে তা এখনো অব্ধি সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি পৌরসভা। তৃণমূল কাউন্সিলর রঞ্জিত সরকার জানান, প্রতি বছরই জলের লেয়ার নেমে যাওয়ার কারণে গরমকালে এই সমস্যা হয়। আমাদের এখানে আমরুত প্রকল্পের কাজ চলছে সেই কাজ শেষ হয়ে গেলে সমস্ত সমস্যা মিটে যাবে। কিছু কিছু জায়গায় কাজের করার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে সেগুলি মেটালেই আর স্থানীয় মানুষের কোন অসুবিধা হবে না জল নিয়ে।