হাওড়া, ৫ জুন:- হাওড়ায় পি কে ব্যানার্জি ফুটবল ট্রেনিং স্কুল চালু করছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে হাওড়ার লিলুয়ার মহাবীর চক থেকে বালিখাল পর্যন্ত সদর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বিজয় মিছিলে যোগ দিতে এসে সাংবাদিকদের একথা জানান সদ্য জয়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের উদ্যোগে এদিন ওই বিজয় মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। এই বিজয় মিছিলে এসে হাওড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রসূন বলেন, আমার দাদা ভারতের সর্বকালের সেরা ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে হাওড়ায় এই ফুটবল অ্যাকাডেমিটি শীঘ্রই চালু হবে। কাজ প্রায় শেষ পর্যায়ে। দিকপাল প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও সুব্রত ভট্টাচার্য এই অ্যাকাডেমির দেখভাল করবেন।