হাওড়া, ২৭ মে:- হাওড়ার বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে একটি কালীমন্দিরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। ‘রেমাল’ ঘূর্ণিঝড়ের আতঙ্কে যখন সব মানুষই ঘরবন্দি সেই সুযোগেই মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। মন্দিরের পুরোহিত জানান মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিং এর জন্য বন্ধ ছিল। আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, কানের দুল, জিভ সহ দুই ভরি সোনার গহনা ও ছয় ভরি রুপোর গহনা এবং প্রণামি বাক্সে থাকা প্রায় ত্রিশ হাজার টাকা নিয়ে চোরেরা পালিয়ে যায়।
কমিটির এক সদস্য জানান ১০০ বছরের এই মন্দিরে এই নিয়ে তিনবার চুরি হলো। মন্দিরের পুরোহিত বলেন রবিবার রাত পৌনে ৯টায় মন্দিরের সমস্ত তালা বন্ধ করে প্রতিদিনের মতো চলে যাই। আজ সকালে পুজো করতে এসে দেখি মন্দিরের মেন গেটের তালা ভাঙা। তারপর ভিতরে ঢুকে দেখি সব তালাই ভাঙা। আমি সঙ্গে সঙ্গে কমিটিতে খবর দিই। তদন্ত করতে আসে দাসনগর থানার পুলিশ।