এই মুহূর্তে কলকাতা

নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে খুনের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।

কলকাতা, ২৩ মে:- নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে অবিলম্বে ঘটনার রিপোর্ট দিতে বলা হয়েছে। ষষ্ঠ দফায় আগামী ২৫ মে তমলুকে ভোটগ্রহণ। তার আগে খুনের ঘটনায় নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন। প্রসঙ্গত বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে এলাকায় হামলা চালায়। এক মহিলা কর্মীকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। জখম হন বেশ কয়েক জন বিজেপি কর্মী।

তাঁদের মধ্যে এক জনকে গুরুতর জখম অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তিনি নিহত বিজেপি কর্মীর ছেলে বলে স্থানীয় সূত্রে খবর। বিজেপির অভিযোগ, তাঁর মাথার রড দিয়ে মারা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বৃহস্পতিবারই কাঁথিতে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, এলাকায় বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই এই খুন।