কলকাতা, ২৩ মে:- লোকসভা নির্বাচনের শেষ দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি হিঙ্গলগঞ্জ সুন্দরবন অঞ্চল অত্যন্ত ক্রিটিকাল বা উত্তেজনা প্রবণ বলে কমিশন মনে করছে। এর পাশাপাশি কলকাতার সমস্ত বস্তি অঞ্চল রাজারহাটের পঞ্চায়েত এলাকাও বিশেষ ভাবে কমিশনের আতস কাঁচের তলায় থাকছে। তাই ওই পর্বে ভোটের জন্য আরো বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার, ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কর্তাদের এক বৈঠক হয়। ওই বৈঠকেই স্থির হয়েছে যে এই পর্বের ভোটে ১৫৮০ সেকশন কিউ আর টি কাজে লাগানো হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সিইও আরিজ আফতাব দুই বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা এবং অনিল কুমার শর্মা, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার ও সিআরপিএফ এর ডিজি বিকে শর্মা। এছাড়া সপ্তম দফার ভোট হতে চলা সব জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকেরাও। এদিকে রাজ্যে পঞ্চম দফা পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হয়েছে সেভাবেই আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব করানো হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনার নিতেশ ব্যস।
বুধবার তিনি মুখ্য নির্বাচন আধিকারিক ডক্টর আরিজ আফতাব সহ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক এ এই বার্তা দেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শনিবার সব জেলায় ভোট গ্রহণ হবে সেখানকার নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার রাজ্য পুলিশের নোডাল অফিসার প্রমুখ। কমিশন সূত্রে জানা গেছে, ষষ্ঠ দফার ভোটে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে। ওই দুই জেলায় ভোটের দিন এবং তার আগের দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে কমিশনারের কাছে আগাম রিপোর্ট এসেছে। এছাড়াও এই দফায় ভোট হচ্ছে ঝাড়গ্রাম জেলায়। যে জেলা কিছুদিন আগেও মাওবাদী অধ্যুষিত বলে চিহ্নিত ছিল। এই কারণেই আগামী শনিবার ষষ্ঠ দফার ভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুরে মোতায়েন থাকছে ২৩৭ কোম্পানি। পশ্চিম মেদিনীপুরে থাকবে ২১৮ কোম্পানি ঝাড়গ্রামে থাকছে ১৩৩ কোম্পানি,পুরুলিয়ায় ১৩৭,বাঁকুড়ায় ১৭৮ এবং পূর্ব বর্ধমানে ১৬ কোম্পানি। এই পর্বের ভোটে ১৫হাজার ৬৭৮;ভোট কেন্দ্রের মধ্যে ২৬৭৮ কেন্দ্র ই উত্তেজনা প্রবণ বলেই চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে কাঁথিতে ৫০১ তমলুকে ৩৭৩ টি কেন্দ্র ই বেশি উত্তেজনা প্রবণ।